Dhaka to Darjeeling Tour Package from Bangladesh by Road & Air

Planning for a Darjeeling family Tour Package from Bangladesh but not sure what you should visit or how you should plan? Don’t worry, we have complete Darjeeling tour package for corporate & family.

Darjeeling is a hill station in West Bengal known for its tea plantations and panoramic views of the Himalayas.

Darjeeling Tour Package from Bangladesh

Darjeeling is renowned for its breathtaking views of the Himalayas, lush greenery, and globally recognized tea plantations. This expertly designed tour offers a perfect blend of cultural exploration, natural wonders, and relaxation, all accompanied by fellow adventurous travelers.

Darjeeling Tour Package from Bangladesh

We have complete Dhaka to Darjeeling tour package for corporate & family from Bangladesh in cheap cost. Please call us for booking. Hotline: +88 01873 323 553, +88 01531 183 253.


Regular & Group Package Cost:

Tour Duration: 7 Days - 8 Nights.

Regular Package: Tk. 18,500/- Per Person.

Group Package - 01 (2 Person): Tk. 24,500/- Per Person.
Group Package - 02 (4 Person): Tk. 21,500/- Per Person.
Group Package - 03 (6 Person): Tk. 18,500/- Per Person.

***No Hidden Charges***


Darjeeling Tour Package from Bangladesh

Tour Itinerary:

Dhaka to Burimari journey will start at 8.00pm from Kallayanpur Bus Station by AC Sleeper Bus. Overnight bus journey.

ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে সন্ধা ০৮ টায় এসি স্লিপার-এ কল্যানপুর/মাজার রোড থেকে যাত্রা শুরু, বাস যাত্রা সারারাত।

***No Foods in bus journey.

Early morning reach at the Burimari Port. After complete all port formalities, will start journey to Darjeeling via Siliguri by reserve Jeep. Lunch break at Siliguri, after lunch break direct Darjeeling. Check into hotel – Evening free time - Over Night stay at Darjeeling.

সকালে বুড়িমারী পৌঁছে বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু। শিলিগুড়িতে দুপুরের লাঞ্চ করে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়ে সরাসরি দার্জিলিং। সন্ধ্যাটা নিজেদের মতো করে Mall Road এ কিছুক্ষন। দার্জিলিং এ রাত্রীযাপন।

***Foods: Breakfast, Lunch, Dinner.

After breakfast, proceed for Mixed Points sightseeing, including the Japanese Temple, Peace Pagoda, Rock Garden, HMI (Himalaya Mountain Institute), Zoo, Tenzing Rock, Tea Garden, etc. Evening free at the mall & market. Overnight at Darjeeling.

***Foods: Breakfast, Lunch, Dinner.

Early morning visits Tiger Hill to view Mountain Kanchanzungha, also Batasia Loop- War memorial & Ghoom Monastery. Come back to the hotel—free day for shopping, Overnight at Darjeeling.

***Foods: Breakfast, Lunch, Dinner.

After that transferred to Mirrik. Enjoy Nepal Border on the way. Boating in Mirrik Lake. Lunch break at Siliguri. After lunch, to the Shyamoli Bus counter for an onward journey to Dhaka. Indian Exit & Bangladesh Entry. Dinner break at Food Village, Bogra. Overnight bus journey.

***Foods: Breakfast & Lunch.


Darjeeling Tour Package from Bangladesh

❑ প্যাকেজে অন্তর্ভুক্তঃ

  • ♦ ঢাকা - বুড়িমারি - ঢাকা; (AC Sleeper) রির্টান বাস টিকেট
  • ♦ Darjeeling ৩ (দুই) রাত থাকা
  • ♦ প্রতিদিন ৩ বেলা খাবার (শিলিগুড়ি থেকে)
  • ♦ রিসার্ভ জীপে ২ দিন দার্জিলিং ও মিরিক এ ১ দিন সাইটসিয়ীইং
  • ♦ টাইগার হিলের পারমিট
  • ♦ কাপলদের জন্য আলাদা কোন চার্জ নেই।


❑ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়ঃ

  • ♦ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স, বর্ডারে স্পিড মানি, হাইওয়ে রেস্তোরাতে খাবার, ব্যক্তিগত খরচসমুহ,
  • ♦ কোন পার্ক বা রাইডের টিকেট, ভিউপয়েন্ট খরচ,
  • ♦ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।


❑ শিশু পলিসিঃ

  • ♦ ০-২ বছর কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে বাসে আলাদা সিটের ভাড়া ব্যতীত)
  • ♦ ৩ থেকে ০৪ বছর বয়সের শিশুদের জন্য ৫০% খরচ বহন করতে হবে।
  • ♦ ০৫ বছর বা তার উপরে সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।


❑ প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • ♦ পাসপোর্ট এর ফটোকপি।
  • ♦ ভিসার ফটোকপি।
  • ♦ পাসপোর্ট সাইজ ছবি।
  • ♦ করোনা টিকা সার্টিফিকেট।


Darjeeling Tour Package from Bangladesh

❑ Special Notes:

♦ যাদের ভিসা নেই তারা দ্রুত ভিসা করে ফেলুন। প্রয়োজনে ভিসা প্রসেসিং এ সহযোগিতা করা হবে।

♦ আবহাওয়া / প্রকৃতিগত/ এক্সিডেন্টাল সহ কোন কারণে প্লানের পরিবর্তন হলে নিজেদের নিরাপত্তার সার্থে তা মেনে নিতে হবে। যানবাহনের শিডিউলে কোথাও যদি সময়ক্ষেপন হয়, তার জন্য আলাদা থাকা খাওয়ার খরচ সবাইকে বহন করতে হবে। কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।

♦ ট্যুরটিতে বারবার গাড়ি পরিবর্তন করতে হবে এবং লং-টাইম জার্নিতে থাকতে হবে তাই ট্রাভেল ব্যাগ যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ হবে। যেহেতু এটা দেশের বাহিরে ট্যুর, থাকা ও খাওয়া সবসময় বাজেটের মধ্যে ভাল কিছু ও উন্নত সার্ভিস দেবার চেষ্টা করবো।

♦ ইন্ডিয়ার বেশিরভাগ রেষ্টুরেন্ট নিরামিশ রান্না করে, তাই আমিষ নিরামিষ যেখানে যেমন পাওয়া যাবে সেই ভাবেই খাবার পরিবেশন করা হবে।

♦ অতিরিক্ত শর্তাবলীঃ প্রাকৃতিক দুর্যোগ / রাস্তা অবরোধ/ রাজনৈতিক অস্তিরতা/ বিমান বাতিল বা সময়সূচি পরিবর্তন হলে, এর জন্য অতিরিক্ত সকল খরচ সরাসরি ব্যক্তিগত বহন করতে হবে। বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত বেড লাগলে মূল্য পরিবর্তন হবে।


❑ Tour Cancelation & Refund Policy:

♦ ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই ভালোভাবে পড়ে নিন। ৫০% বুকিং মানি (অফেরতযোগ্য) জমা দিয়ে বুকিং কনফার্ম করুন। বাকি টাকা ট্যুর এর ৩ দিন আগে পরিশোধ করতে হবে।

♦ যেকোনো কারনবসত যদি ট্যুরে না যেতে পারেন তাহলে আপনার পরিবর্তে অন্য কেউ গেলে পুরো টাকা রিফান্ড পাবেন।

♦ যদি প্রাইভেট ট্যুর প্যাকেজ হয়, তাহলে আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ (সম্পূর্ণ নয়) টাকা রিফান্ড পাবেন।


❑ যেভাবে বুকিং দিবেনঃ

ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই ভালোভাবে পড়ে নিন। বুকিং দিতে বা আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে। অথবা সরাসরি অফিসে এসে ৫০% বুকিং মানি (অফেরতযোগ্য) জমা দিয়ে বুকিং কনফার্ম করুন। বাকি টাকা ট্যুর এর ৩ দিন আগে পরিশোধ করতে হবে।

বুকিং অফিসঃ Plot #87, BNS Center (4th floor), Suite No. 507/A, (Opposite of Rajuk Uttara Model College), Dhaka - Mymensingh Highway, Sector #07, Uttara, Dhaka-1230, Bangladesh.

❑ বুকিং হটলাইনঃ

+88 02 48957989

+88 01873 323 553

+88 01531 183 253

+88 01877 825 569