Dhaka to Gangtok & Sikkim Tour Package from Bangladesh by Road & Air

Planning for a Gangtok & Sikkim family Tour Package from Bangladesh but not sure what you should visit or how you should plan? Don’t worry, we have complete Gangtok & Sikkim tour package for corporate & family.

Sikkim is the most popular tourist destinations in Northeast India. Sikkim is a state in India located in the Himalayas and is known for its scenic beauty, Buddhist culture, and adventure sports. Gangtok is the capital city of Sikkim and is known for its stunning mountain views, Buddhist monasteries, and vibrant local culture.

Gangtok & Sikkim Tour Package from Bangladesh

A Himalayan wonderland, Sikkim is nestled in the foothills of the eastern Himalayas and nature has gifted this state with unique beauty. The state is bestowed with a greater variety of vegetation and undisturbed valleys, five climatic zones, total sanitation, peaceful environment, hospitable and humble people and a rich cultural heritage – which is unmatched and would be hard to find anywhere else.

Gangtok & Sikkim Tour Package from Bangladesh

The best time to visit Sikkim is between March and May or between October and December when the weather is pleasant and the skies are clear. However, you should check the weather conditions before planning your trip as the region is prone to landslides and roadblocks during the monsoon season.


Regular & Group Package Cost:

Tour Duration: 5 Days - 7 Nights

Regular Package: Rs. 18,500/- Per Person.

Group Package - 01 (2 Person): Rs. 30,900/- Per Person.
Group Package - 02 (4 Person): Rs. 23,900/- Per Person.
Group Package - 03 (6 Person): Rs. 20,900/- Per Person.
Group Package - 04 (8 Person): Rs. 18,500/- Per Person.

***No Hidden Charges***


Gangtok & Sikkim Tour Package from Bangladesh

Tour Itinerary:

Dhaka to Burimari journey will start at 8.00pm from Kallayanpur Bus Station by AC Sleeper Bus. Overnight bus journey.

ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে সন্ধা ০৮ টায় এসি স্লিপার-এ কল্যানপুর/মাজার রোড থেকে যাত্রা শুরু, বাস যাত্রা সারারাত।

***No Foods in bus journey.

Early morning reach at the Burimari Port. After complete all port formalities, will start journey to GANGTOK via Siliguri by reserve Jeep. Lunch break at Siliguri. In the Rangpoo Check post, need to process ILP - Inner Line Permit with Photo, Visa & Passport copy. Check into hotel – Evening free to roam around MG Road (Mall) or local Shopping center - Over Night stay at Gangtok.

(ILP - ইনার লাইন পারমিট) নিতে হবে Rangpoo check post থেকে), যা অনেকটা ইমিগ্রেশন প্রসেস। এখানে ছবি, পাসপোর্ট ও ভিসার ফটোকপি জমা দিতে হবে।

***Foods: Breakfast, Lunch, Dinner.

Post breakfast embark on an excursion trip to Tsomgo Lake (12,400 ft.) Overnight in Gangtok. Evening free to roaming the MG Marg at your own, Over Night stay at Gangtok.

সকালে নাস্তা সেরে আপনার চলে যাবেন ছাঙ্গু লেক (Tsangmo lake - 12,400 ft.)। ছাঙ্গু লেক ঘুরে, দুপুরের খাবার খেয়ে গ্যাংটক এর আসে পাশে ঘুরাঘুরি, আড্ডা ও গল্পে সময় কাটাবো। যদি কোন সমস্যা এর জন্য ছাঙ্গু লেক পারমিশন না মিলে তাহলে গ্যাংটক সিটি ট্যুর থাকবে। সন্ধ্যাটা নিজেদের মতো করে MG Road এ শপিং, গ্যাংটক এ রাত্রীযাপন।

***Foods: Breakfast, Lunch, Dinner.

Post breakfast take the transfer to Lachung (8610 ft). On your way visit Singhik View point, Seven Sister Waterfalls, Naga Water Falls. Check-in to your hotel on arrival. Overnight in Lachung.

সকালের নাস্তা সেরে ৮টা থেকে ১০টার মধ্যে আপনারা রওনা দিবেন লাচুং এর উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে-দেখতে লাচুং পৌছাবো প্রায় বিকাল/সন্ধায়, যাত্রা পথে লাঞ্চ করে নিব। যাত্রা পথে দেখবোঃ সেভেন সিস্টার ফলস, নাগা ফলস, ভিম নালা ফলস/ভেউমা ফলস ইত্যাদি যাত্রা পথে যা যা পড়বে দেখে লাচুং চলে যাবেন। লাচুং পৌছে হোটেল চেক-ইন করে সবাই নিজেদের মত সময় কাটাবেন। লাচুং এ রাত্রীযাপন।

***Foods: Breakfast, Lunch, Dinner.

After breakfast embark on an excursion trip to Yamthang Valley (known as Valley of Flowers) and Zero point (Depends on permission & with extra cost). After lunch, take the return transfer to Gangtok. Over Night stay at Gangtok.

সকালের নাস্তা সেরে Yamthang Valley এবং Zero Point (যদি খোলা থাকে তাহলে ইয়ামথাম থেকে জিরো পয়েন্ট নিজ খরচে) দেখে দুপুরের মধ্যে হোটেলে ফিরে আসবেন। দুপুরের খাবার এর পর গ্যংটক এর উদ্দেশ্যে রওনা। সন্ধ্যায় বা রাতের মধ্যে গ্যাংটক পৌছানো। গ্যাংটক এ রাত্রীযাপন।

***Foods: Breakfast, Lunch, Dinner.

Early morning checkout & transfer to Changrabandha Port via SILIGURI. Need to complete the exit seal from Rangpoo Check post, ILP - Inner Line Permission. Lunch break at SILIGURI, then SILIGURI to Changrabandha Port. Need to process port formalities & start bus journey to Dhaka from Burimari. Overnight bus journey.

ভোর ৬ টায় গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা। পথে (ILP - ইনার লাইন পারমিট এর ডকুমেন্ট জমা দিয়ে এক্সিট সিল) নিতে হবে Rangpoo check post থেকে। শিলিগুড়ি থেকে দুপুরের লাঞ্চ করে বিকেলের মধ্যে চেংড়াবান্ধা বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। রাতের বাসে বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা। বাস যাত্রা সারারাত।

***Foods: Breakfast, Lunch.


Gangtok & Sikkim Tour Package from Bangladesh

❑ প্যাকেজে অন্তর্ভুক্তঃ

  • ♦ ঢাকা - বুড়িমারি - ঢাকা; (AC Sleeper) রির্টান বাস টিকেট
  • ♦ Gangtok ৩ (তিন) রাত থাকা
  • ♦ Lachung ১ (এক) রাত থাকা
  • ♦ প্রতিদিন ৩ বেলা খাবার (শিলিগুড়ি থেকে)
  • ♦ রিজার্ভ গাড়িতে সাইটসীয়িং
  • ♦ গাইড সুবিধা (লাচুং, ইয়ামথাম ভ্যালি ও ছাঙ্গুলেক) ।
  • ♦ কাপলদের জন্য আলাদা কোন চার্জ নেই।


❑ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়ঃ

  • ♦ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স, বর্ডারে স্পিড মানি, হাইওয়ে রেস্তোরাতে খাবার, ব্যক্তিগত খরচসমুহ,
  • ♦ কোন পার্ক বা রাইডের টিকেট, জিরো পয়েন্ট, ভিউপয়েন্ট খরচ,
  • ♦ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।


❑ শিশু পলিসিঃ

  • ♦ ০-২ বছর কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে বাসে আলাদা সিটের ভাড়া ব্যতীত)
  • ♦ ৩ থেকে ০৪ বছর বয়সের শিশুদের জন্য ৫০% খরচ বহন করতে হবে।
  • ♦ ০৫ বছর বা তার উপরে সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।


❑ প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • ♦ পাসপোর্ট এর ফটোকপি।
  • ♦ ভিসার ফটোকপি।
  • ♦ পাসপোর্ট সাইজ ছবি।
  • ♦ করোনা টিকা সার্টিফিকেট ৮ কপি।


Gangtok & Sikkim Tour Package from Bangladesh

❑ Special Notes:

♦ যাদের ভিসা নেই তারা দ্রুত ভিসা করে ফেলুন। প্রয়োজনে ভিসা প্রসেসিং এ সহযোগিতা করা হবে।

♦ আবহাওয়া / প্রকৃতিগত/ এক্সিডেন্টাল সহ কোন কারণে প্লানের পরিবর্তন হলে নিজেদের নিরাপত্তার সার্থে তা মেনে নিতে হবে। যানবাহনের শিডিউলে কোথাও যদি সময়ক্ষেপন হয়, তার জন্য আলাদা থাকা খাওয়ার খরচ সবাইকে বহন করতে হবে। কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।

♦ ট্যুরটিতে বারবার গাড়ি পরিবর্তন করতে হবে এবং লং-টাইম জার্নিতে থাকতে হবে তাই ট্রাভেল ব্যাগ যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ হবে। যেহেতু এটা দেশের বাহিরে ট্যুর, থাকা ও খাওয়া সবসময় বাজেটের মধ্যে ভাল কিছু ও উন্নত সার্ভিস দেবার চেষ্টা করবো।

♦ ইন্ডিয়ার বেশিরভাগ রেষ্টুরেন্ট নিরামিশ রান্না করে, তাই আমিষ নিরামিষ যেখানে যেমন পাওয়া যাবে সেই ভাবেই খাবার পরিবেশন করা হবে।

♦ অতিরিক্ত শর্তাবলীঃ প্রাকৃতিক দুর্যোগ / রাস্তা অবরোধ/ রাজনৈতিক অস্তিরতা/ বিমান বাতিল বা সময়সূচি পরিবর্তন হলে, এর জন্য অতিরিক্ত সকল খরচ সরাসরি ব্যক্তিগত বহন করতে হবে। বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত বেড লাগলে মূল্য পরিবর্তন হবে।


❑ Tour Cancelation & Refund Policy:

♦ ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই ভালোভাবে পড়ে নিন। ৫০% বুকিং মানি (অফেরতযোগ্য) জমা দিয়ে বুকিং কনফার্ম করুন। বাকি টাকা ট্যুর এর ৩ দিন আগে পরিশোধ করতে হবে।

♦ যেকোনো কারনবসত যদি ট্যুরে না যেতে পারেন তাহলে আপনার পরিবর্তে অন্য কেউ গেলে পুরো টাকা রিফান্ড পাবেন।

♦ যদি প্রাইভেট ট্যুর প্যাকেজ হয়, তাহলে আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ (সম্পূর্ণ নয়) টাকা রিফান্ড পাবেন।


❑ যেভাবে বুকিং দিবেনঃ

ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই ভালোভাবে পড়ে নিন। বুকিং দিতে বা আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে। অথবা সরাসরি অফিসে এসে ৫০% বুকিং মানি (অফেরতযোগ্য) জমা দিয়ে বুকিং কনফার্ম করুন। বাকি টাকা ট্যুর এর ৩ দিন আগে পরিশোধ করতে হবে।

বুকিং অফিসঃ Plot #87, BNS Center (4th floor), Suite No. 507/A, (Opposite of Rajuk Uttara Model College), Dhaka - Mymensingh Highway, Sector #07, Uttara, Dhaka-1230, Bangladesh.

❑ বুকিং হটলাইনঃ

+88 02 48957989

+88 01873 323 553

+88 01531 183 253

+88 01877 825 569